দীর্ঘ প্রতীক্ষিত আইফোন এসই এর নতুন সংস্করণ এ বছর বাজারে আসতে যাচ্ছে, এবং এর সঙ্গে একাধিক নতুন আইপ্যাডও চালু হবে বলে জানিয়েছেন খ্যাতনামা শিল্প বিশেষজ্ঞ মার্ক গারম্যান। তার সর্বশেষ প্রতিবেদন অনুযায়ী, নতুন আইফোন এসই বর্তমানে আইওএস ১৮.৩-তে পরীক্ষাধীন রয়েছে এবং এটি আইওএস ১৮.৪ উন্মুক্ত করার আগেই বাজারে আসবে বলে ধারণা করা হচ্ছে।
গারম্যান উল্লেখ করেছেন, নতুন আইপ্যাডগুলোতে একটি বেসলাইন আইপ্যাড থাকবে, যেখানে আপডেটেড চিপসেট ও অ্যাপল ইন্টেলিজেন্স সাপোর্ট যুক্ত থাকবে। এর পাশাপাশি একটি নতুন আইপ্যাড এয়ার মডেলও আসবে বলে ধারণা করা হচ্ছে।
নতুন আইফোন এসই দেখতে আইফোন ১৪-এর মতো হবে। এতে থাকবে ৬.১ ইঞ্চির সুপার রেটিনা এক্সডিআর ওলেড স্ক্রিন, নচসহ ফেস আইডি প্রযুক্তি, এবং অ্যাপলের এ১৮ চিপ। এতে থাকবে ৮ জিবি র্যাম এবং অ্যাপল ইন্টেলিজেন্স সাপোর্ট। ফোনটির পেছনে একটি ৪৮ মেগাপিক্সেলের ক্যামেরা এবং সামনে ১২ মেগাপিক্সেলের সেলফি ক্যামেরা থাকতে পারে। এর প্রাথমিক মূল্য হতে পারে ৪৯৯ ডলার।
সূত্র : জিএসএম এরিনা