টেকভিশন২৪ ডেস্ক: বিশ্বের অন্যতম জনপ্রিয় ভিডিও-শেয়ারিং অ্যাপ টিকটক কেনার দৌড়ে এবার যোগ দিয়েছেন ইউটিউব তারকা মিস্টারবিস্ট। তার সঙ্গে রয়েছেন এমপ্লয়ার ডটকমের সিইও জেসি টিন্সলে এবং আরও কয়েকজন বিনিয়োগকারী।
ব্লুমবার্গের এক প্রতিবেদনে বলা হয়েছে, এই দলটি টিকটক কিনতে একটি পুরোপুরি নগদ প্রস্তাব দিয়েছে। তবে প্রস্তাবের অর্থমূল্য প্রকাশ করা হয়নি। এই গ্রুপের আইনি পরামর্শদাতা হিসেবে রয়েছেন ব্র্যাড বন্ডি, যিনি সাবেক মার্কিন অ্যাটর্নি জেনারেল প্যাম বন্ডির ভাই।
সম্প্রতি এমপ্লয়ার ডটকম কানাডিয়ান অ্যাকাউন্টিং স্টার্টআপ বেঞ্চ কেনার ঘোষণা দিয়েছিলো। এবার টিকটকের মালিক চীনা প্রতিষ্ঠান বাইটড্যান্সের কাছ থেকে অ্যাপটি কিনতে তারা আরও বড় উদ্যোগ নিয়েছে।
শনিবার টিকটক সাময়িকভাবে বন্ধ হয়ে গেলেও, সোমবার মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প একটি নির্বাহী আদেশে ৭৫ দিনের জন্য সম্ভাব্য নিষেধাজ্ঞা স্থগিত করেছেন।
বাইটড্যান্স টিকটক বিক্রির এই প্রস্তাব গুরুত্বের সঙ্গে বিবেচনা করেছে কিনা, তা এখনও স্পষ্ট নয়। অন্য সম্ভাব্য ক্রেতাদের মধ্যে রয়েছেন ইলন মাস্ক, অ্যামাজন, ওরাকল এবং ধনকুবের ফ্রাঙ্ক ম্যাককোর্টের নেতৃত্বাধীন একটি সিন্ডিকেট।
সূত্র : টেকক্রাঞ্চ