টেকভিশন২৪ ডেস্ক: মরক্কোর কেন্দ্রীয় ব্যাংক ‘ব্যাংক আল-মাগরিব’ ক্রিপ্টোকারেন্সি সম্পর্কিত একটি খসড়া আইন প্রস্তুত করেছে, যা বর্তমানে অনুমোদনের প্রক্রিয়াধীন রয়েছে। মঙ্গলবার রাবাতে একটি আন্তর্জাতিক সম্মেলনে কেন্দ্রীয় ব্যাংকের গভর্নর আবদেললতিফ জোয়াহরি এ তথ্য জানিয়েছেন।
২০১৭ সাল থেকে মরক্কোতে ক্রিপ্টোকারেন্সি নিষিদ্ধ থাকলেও, জনগণ এখনও এটি ব্যবহার করছে গোপনভাবে। তবে, এই খসড়া আইন পাস হলে ক্রিপ্টোকারেন্সি ব্যবহার একটি নিয়ন্ত্রিত কাঠামোর অধীনে আসবে।
জোয়াহরি আরও জানান, কেন্দ্রীয় ব্যাংক সেন্ট্রাল ব্যাংক ডিজিটাল কারেন্সি (সিবিডিসি) নিয়ে গবেষণা করছে। তিনি বলেন, “বিশ্বের অন্যান্য দেশের মতো আমরাও এই নতুন মুদ্রার ধরনটি কীভাবে অর্থনৈতিক অন্তর্ভুক্তি এবং জননীতি বাস্তবায়নে অবদান রাখতে পারে তা খতিয়ে দেখছি।”
উল্লেখ্য, সিবিডিসি হলো কেন্দ্রীয় ব্যাংকের নিয়ন্ত্রিত একটি মুদ্রা, যা সাধারণত বিকেন্দ্রীকৃত ক্রিপ্টোকারেন্সি থেকে ভিন্ন।
সূত্র : রয়টার্স