এআই চিপমেকার টেন্সটরেন্টে বিনিয়োগ করলেন জেফ বেজোস

টেকভিশন২৪ ডেস্ক: কৃত্রিম বুদ্ধিমত্তা (এআই) হার্ডওয়্যার স্টার্টআপ টেন্সটরেন্ট নতুন করে প্রায় ৭০০ মিলিয়ন ডলার অর্থায়ন সংগ্রহ করেছে।

ব্লুমবার্গের প্রতিবেদনে বলা হয়, টেন্সটরেন্ট ৬৯৩ মিলিয়ন ডলারের সিরিজ ডি রাউন্ডে তহবিল সংগ্রহ করেছে, যা কোম্পানিটির মূল্যায়নকে ২.৬ বিলিয়ন ডলারের বেশি পর্যন্ত নিয়ে গেছে। এই রাউন্ডে নেতৃত্ব দিয়েছে স্যামসাং সিকিউরিটিজ এবং এএফডব্লিউ পার্টনারস। এছাড়াও, বিনিয়োগ করেছেন হুন্দাই এবং জেফ বেজোসের “বেজোস এক্সপিডিশনস” সহ আরও অনেকে।

টরন্টো-ভিত্তিক এই কোম্পানি জানিয়েছে, তারা এই তহবিল ব্যবহার করে তাদের ইঞ্জিনিয়ারিং দলকে সম্প্রসারণ এবং এআই ট্রেনিং সার্ভার তৈরি করতে চায়। টেন্সটরেন্টের সিইও এবং বিখ্যাত মাইক্রোপ্রসেসর প্রকৌশলী জিম কেলার ব্লুমবার্গকে জানান, কোম্পানি প্রতি দুই বছর অন্তর নতুন এআই প্রসেসর বাজারে আনতে পরিকল্পনা করছে এবং ইতোমধ্যেই প্রায় ১৫০ মিলিয়ন ডলারের গ্রাহক চুক্তি সম্পন্ন করেছে।

২০১৬ সালে প্রতিষ্ঠিত টেন্সটরেন্ট বর্তমানে এনভিডিয়ার আধিপত্য বিস্তার করা এআই চিপ বাজারের অংশীদারিত্ব ছিনিয়ে নেওয়ার প্রতিযোগিতায় শামিল হয়েছে। এ ধরনের অন্যান্য স্টার্টআপগুলোর মধ্যে রয়েছে অ্যাক্সেলেরা, এচড এবং গ্রোক।

সূত্র : টেকক্রাঞ্চ

উত্তর দিন

আপনার মন্তব্য লিখুন দয়া করে!
এখানে আপনার নাম লিখুন