টেকভিশন২৪ ডেস্ক: দেশের শীর্ষস্থানীয় অনলাইন ফুড ও গ্রোসারি ডেলিভারি প্ল্যাটফর্ম ফুডপ্যান্ডায় ‘পিক-আপ উইক’ নামে বিশেষ একটি ক্যাম্পেইন শুরু হয়েছে, ক্যাম্পেইনটি চলবে ৩০ নভেম্বর পর্যন্ত।
এই ক্যাম্পেইনের আওতায় গ্রাহকরা নির্দিষ্ট রেস্টুরেন্টে থেকে ন্যূনতম ৫০ টাকার পিক-আপ অর্ডারে ১৫ শতাংশ পর্যন্ত ছাড় উপভোগ করতে পারবেন। পাশাপাশি ৯৯৯ টাকার বেশি পিক-আপ অর্ডারে অতিরিক্ত ১৫০ টাকার ছাড় ভাউচারও পাওয়া যাবে। বার্গার কিং, চীজ, ম্যাডশেফ, চিলক্স, ডিগার, আলফ্রেসকো, ওয়াও মোমোসহ আরও কিছু জনপ্রিয় রেস্টুরেন্টে পিক-আপ অর্ডারে বিশেষ এ অফার উপভোগ করতে পারবেন ব্যবহারকারীরা।
ফুডপান্ডা অ্যাপে পিকআপ সুবিধা থেকে গ্রাহকেরা পছন্দের খাবার প্রি-অর্ডার করে অল্প সময়ে ও সহজে নিজেই রেস্টুরেন্ট থেকে খাবার সংগ্রহ করতে পারবেন। এ সুবিধায় কোনো ডেলিভারি চার্জ দিতে হয় না এবং রেস্টুরেন্টে খাবার সংগ্রহের জন্য অপেক্ষাও করতে হয় না।
পিক-আপ এর কান্ট্রি লিড সুজন চৌধুরী বলেন, “আমরা বিশ্বাস করি দেশের রেস্তোরাঁ খাতের বিকাশে সেরা দামে সেরা খাবার নিশ্চিত করা অত্যন্ত গুরুত্বপূর্ণ। ফুডপ্যান্ডার পিক-আপ সুবিধাটি ব্যবহারকারীদের অনলাইন অর্ডারের অভিজ্ঞতাকে আরও সহজলভ্য ও স্বাচ্ছন্দ্যদায়ক করার পাশাপাশি সাশ্রয়ী অর্ডারের বাড়তি চাহিদা পূরণেও ভূমিকা রাখবে।”
পিক-আপ সুবিধাটি ব্যবহার করতে ফুডপ্যান্ডা অ্যাপে প্রবেশ করে হোমপেজে প্রদর্শিত অপশন থেকে ‘পিক-আপ’ নির্বাচন করতে হবে। এরপর নিকটস্থ কাঙ্ক্ষিত রেস্টুরেন্ট নির্বাচন করে পছন্দের খাবার কার্টে যোগ করতে হবে। তারপর ভাউচার যোগ করে পিক-আপ অর্ডার প্লেস করতে হবে। খাবার প্রস্তুত হলে ব্যবহারকারী একটি নোটিফিকেশন পাবেন এবং সরাসরি রেস্টুরেন্টে গিয়ে খাবারটি সংগ্রহ করতে পারবেন।