টেকভিশন২৪ ডেস্ক: বিশ্বব্যাপী ফোল্ডেবল স্মার্টফোনের বাজারে প্রথমবারের মতো মন্দা দেখা দিয়েছে। বছরের তৃতীয় প্রান্তিকে মোট শিপমেন্ট ১ শতাংশ হ্রাস পেয়েছে। স্যামসাং এখনও শীর্ষস্থান ধরে রেখেছে, তবে গ্যালাক্সি জেড ফোল্ড৬ এবং গ্যালাক্সি জেড ফ্লিপ৬ ফ্ল্যাগশিপ উন্মোচনের পরেও তাদের বাজার শেয়ার উল্লেখযোগ্যভাবে কমে গেছে।
তবে শাওমি, মটোরোলা, অনার এবং হুয়াওয়ে এ সময়ে বড় সফলতা অর্জন করেছে। গত বছরের একই সময়ের তুলনায় তাদের সরবরাহ ব্যাপক বৃদ্ধি পেয়েছে।
প্রতিবেদন বলছে, স্যামসাংয়ের গ্যালাক্সি জেড ফোল্ড৬-এর বিক্রি ছিল মাঝারি মানের, আর ফ্লিপ৬ আগের মডেলের মতো সফল হতে পারেনি। মটোরোলার রেজার ৫০ এবং রেজার ৫০ আল্ট্রা মডেল, অনারের আলট্রা-থিন ম্যাজিক ভি৩, এবং অন্যান্য ব্র্যান্ডের সঙ্গে তীব্র প্রতিযোগিতায় পড়েছে স্যামসাং।
শাওমি এই সেগমেন্টে গত বছরের তুলনায় সরবরাহ বৃদ্ধির রেকর্ড করেছে। তারা চীনের বাইরে মিক্স ফ্লিপ উন্মোচন করেছে, যা ব্যাপক সাড়া ফেলেছে।
অন্যদিকে, হুয়াওয়ের সরবরাহ বৃদ্ধি পেয়েছে মূলত চীনা বাজার থেকে। মেট এক্স৫ এবং ক্ল্যামশেল পকেট ২ চীনে বেশ জনপ্রিয়। এছাড়াও নতুন, তুলনামূলক সাশ্রয়ী নোভা ফ্লিপ এবং ট্রাই-ফোল্ড মেট এক্সটি আল্টিমেট চীনে প্রচুর বিক্রি হয়েছে, তবে এগুলো এখনো আন্তর্জাতিক বাজারে আসেনি।
সূত্র : জিএসএম এরিনা