টেকভিশন২৪ ডেস্ক: দেশের আইসিটি খাতের বিকাশ এবং অগ্রগামীদের স্বীকৃতি প্রদানের লক্ষ্যে নবমবারের মতো “ব্র্যাক ব্যাংক-দ্য ডেইলি স্টার আইসিটি অ্যাওয়ার্ড” অনুষ্ঠিত হয়েছে। এবছর এই খাতে অসাধারণ অবদান রাখার জন্য পাঁচটি প্রতিষ্ঠান এবং দুইজন উদ্যোক্তা সম্মানিত হয়েছেন।
শপআপের প্রতিষ্ঠাতা ও প্রধান নির্বাহী কর্মকর্তা আফিফ জামান ‘আইসিটি বিজনেস পারসন অব দ্য ইয়ার’ পুরস্কার অর্জন করেছেন। একইসঙ্গে শেয়ারট্রিপের সহপ্রতিষ্ঠাতা ও প্রধান নির্বাহী কর্মকর্তা সাদিয়া হক ‘আইসিটি উইমেন অব দ্য ইয়ার’ পুরস্কারে ভূষিত হয়েছেন।
এছাড়া, ‘আইসিটি সলিউশন প্রোভাইডার অব দ্য ইয়ার (লোকাল মার্কেট)’ পুরস্কার পেয়েছে লজিক সফটওয়্যার লিমিটেড এবং ‘আইসিটি সলিউশন প্রোভাইডার অব দ্য ইয়ার (ইন্টারন্যাশনাল মার্কেট)’ পুরস্কার জিতেছে দ্য কাও কোম্পানি। ‘ডিজিটাল কমার্স অব দ্য ইয়ার’ পুরস্কার অর্জন করেছে এসএসএল ওয়্যারলেস। ‘আইসিটি স্টার্টআপ অব দ্য ইয়ার’ ক্যাটাগরিতে সম্মানিত হয়েছে শিখো এবং ইনস্টাশিউর লিমিটেড।
সম্প্রতি ঢাকার একটি হোটেলে এ আয়োজন অনুষ্ঠিত হয়, যেখানে দ্য ডেইলি স্টারের প্রকাশক ও সম্পাদক মাহফুজ আনাম এবং ব্র্যাক ব্যাংকের ব্যবস্থাপনা পরিচালক ও সিইও সেলিম আর এফ হোসেন বিজয়ীদের হাতে ক্রেস্ট তুলে দেন। অনুষ্ঠানে এসএসএল ওয়্যারলেসের গ্রুপ উপদেষ্টা আহমেদ কামাল খান চৌধুরী, ইনস্টাশিউর লিমিটেডের ব্যবস্থাপনা পরিচালক রাফেল কবির, শিখোর প্রতিষ্ঠাতা ও সিইও শাহির চৌধুরী, দ্য কাও কোম্পানির ব্যবস্থাপনা পরিচালক কাউসার আহমেদ এবং লজিক সফটওয়্যারের পরিচালক রুমানা আহমেদসহ অন্যান্য বিজয়ীরা উপস্থিত ছিলেন।
এই আয়োজনের সহযোগী হিসেবে ছিল ব্র্যাক ব্যাংক, বাংলাদেশ অ্যাসোসিয়েশন অব সফটওয়্যার অ্যান্ড ইনফরমেশন সার্ভিসেস (বেসিস) এবং লা মেরিডিয়ান। দেশব্যাপী আইসিটি খাতের উদ্যোক্তাদের উদ্ভাবন ও কার্যক্রমকে উৎসাহিত করতে ২০১৬ সাল থেকে দ্য ডেইলি স্টার এই অ্যাওয়ার্ড প্রদান করে আসছে।