টেকভিশন২৪ ডেস্ক: মহিলাদের উপর সমস্তধরণের লিঙ্গ-ভিত্তিক সহিংসতা দূরীকরণে পদক্ষেপ গ্রহণের আহ্বান জানাতে এবং এই বিষয়ে সকলের দৃষ্টি আকর্ষণ করতে ১৬ দিনব্যাপী আন্তর্জাতিক নারী নির্যাতন প্রতিরোধ পক্ষ ২০২৪ উপলক্ষে নারী ও শিশু নির্যাতন বিরোধী শপথ পাঠ অনুষ্ঠান ড্যাফডিল ইন্টারন্যাশনাল ইউনিভার্সিটিতে অনুষ্ঠিত হয়েছে। বিশ্ববিদ্যালয় ক্যাম্পাসের নলেজ টাওয়ার, ইনেস্পিরেশন হলসহ বিভিন্ন স্থানে ২৬-২৯ ডিসেম্বর, ২০২৪ পর্যন্ত তিন দিনব্যাপী এ শপথ গ্রহণ অনুষ্ঠানের আয়োজন করা হয়।
এ শপথ বাক্য পাঠ অনুষ্ঠানের মাধ্যমে শিক্ষামন্ত্রণালয় প্রেরিত শপথ বাক্যটি উচ্চারনের মধ্য দিয়ে নারী ও শিশুর প্রতি নির্যাতন বিরোধী দৃঢ় সংকল্প পূনর্ব্যক্ত করা হয়।
ড্যাফডিল ইন্টারন্যাশনাল ইউনিভার্সিটির যৌন হয়রানি প্রতিরোধ কমিটির চেয়ারপারসন ড. শরিফা সুলতানা প্রধান অতিথি হিসেবে এ শপথ পাঠ অনুষ্ঠানে উপস্থিত ছিলেন।
স্বাস্থ্য ও জীবন বিজ্ঞান অনুষদের সহযোগী ডিন ড. মো. সারোয়ার হোসেন অনুষ্ঠানে শিক্ষা মন্ত্রণালয় প্রদত্ত শপথ বাক্য পাঠ করেন। অনুষ্ঠানে আরো বক্তব্য রাখেন মানবিক ও সামাজিক বিজ্ঞান অনুষদের ডীন অধ্যাপক ড. লিজা শারমিন, সিভিল ইঞ্জিনিয়ারিয় বিভাগের প্রধান ড. মোঃ হান্নান মাহমুদ খান ও ইংরেজী বিভাগের সহকারী অধ্যাপক আসমা আলম।