টেকভিশন২৪ ডেস্ক: তথ্য ও যোগাযোগ প্রযুক্তি বিভাগ, বাংলাদেশ হাই-টেক পার্ক কর্তৃপক্ষ এবং বাংলাদেশ কম্পিউটার সমিতি (বিসিএস)-এর যৌথ উদ্যোগে আগামী ২৮-৩০ জানুয়ারি ২০২৬ তারিখে বাংলাদেশ-চীন মৈত্রী সম্মেলন কেন্দ্র (বিসিএফসিসি), শেরেবাংলা নগর, ঢাকা-এ অনুষ্ঠিত হতে যাচ্ছে “ডিজিটাল ডিভাইস অ্যান্ড ইনোভেশন এক্সপো-২০২৬”।
এই প্রদর্শনীর উদ্বোধনী অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত থাকবেন গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকারের প্রধান উপদেষ্টা ড. মুহাম্মদ ইউনূস। প্রধান উপদেষ্টা তাঁর ব্যস্ত সময়সূচির মধ্যেও আগামী ২৮ জানুয়ারি ২০২৬ এক্সপোর উদ্বোধনী অনুষ্ঠানে উপস্থিত থাকার সদয় সম্মতি প্রদান করেছেন।
প্রধান উপদেষ্টার সময়সূচির সাথে সামঞ্জস্য রেখে পূর্বঘোষিত তারিখ পরিবর্তন করে ২৯ জানুয়ারির পরিবর্তে ২৮ জানুয়ারি থেকে তিনদিনব্যাপী এই প্রদর্শনী শুরু হবে।
উদ্বোধনী অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত থাকবেন প্রধান উপদেষ্টার বিশেষ সহকারী (ডাক, টেলিযোগাযোগ ও তথ্যপ্রযুক্তি মন্ত্রণালয়) ফয়েজ আহমদ তৈয়্যব।
“ডিজিটাল ডিভাইস অ্যান্ড ইনোভেশন এক্সপো-২০২৬” বাংলাদেশের প্রযুক্তিনির্ভর শিল্পায়ন, ডিজিটাল উদ্ভাবন, দেশীয় প্রযুক্তি উৎপাদন সক্ষমতা এবং বৈশ্বিক বাজারে বাংলাদেশের সম্ভাবনা তুলে ধরার একটি গুরুত্বপূর্ণ প্ল্যাটফর্ম হিসেবে কাজ করবে। এই এক্সপোর মাধ্যমে দেশি-বিদেশি বিনিয়োগকারী, প্রযুক্তি উদ্যোক্তা, উদ্ভাবক এবং তরুণ প্রজন্মের মধ্যে জ্ঞান বিনিময়, নেটওয়ার্কিং ও অংশীদারিত্ব আরও জোরদার হবে বলে আয়োজকরা আশাবাদ ব্যক্ত করেছেন।


