টেকভিশন২৪ ডেস্ক: রাজধানীর ইমানুয়েলস কনভেনশন সেন্টারে প্রযুক্তি প্রতিষ্ঠান ডিজিমার্ক টেকনোলজিস লিমিটেড ও আন্তর্জাতিক ব্র্যান্ড হিকভিশনের যৌথ উদ্যোগে পণ্য উন্মোচন ও পার্টনার মিট অনুষ্ঠিত হয়েছে। অনুষ্ঠানে হিকভিশনের অ্যাক্সেস কন্ট্রোল সল্যুউশন, ভিডিও ইন্টারকম, এনট্রান্স কন্ট্রোল সল্যুউশন, পার্কিং সল্যুউশন এবং সিকিউরিটি ইন্সপেকশন ক্যাটাগরিতে এক্সক্লুসিভ সোল ডিস্ট্রিবিউটর হিসেবে আত্মপ্রকাশ করে ডিজিমার্ক।
অনুষ্ঠানে সভাপতিত্ব করেন ডিজিমার্ক টেকনলজিস লিমিটেডের বাবস্থাপনা পরিচালক মো: শাহারিয়ার আলম। এসময় উপস্থিত ছিলেন ডিজিমার্কের পরিচালক ওমর ফারুক রব, হিকভিশনের দক্ষিণ এশিয়া প্রেসিডেন্ট হুগো হুয়াং, বাংলাদেশ ম্যনেজার মারটিন য়ু, ডিজিমার্ক টেকনলজিস লিমিটেডের মহাব্যবস্থাপক শেখ মনজুর ৃহোসেনসহ ডিজিমার্ক টেকনোলজিস লিমিটেডের সম্মানিত কর্মকর্তা ও ডিলারগণ। অনুষ্ঠানটি পরিচালনা করেন ডিজিমার্ক টেকনোলজিস লিমিটেডের সিনিয়র ম্যানেজার আশরাফুল আলম।
ডিজিমার্ক টেকনোলজিস লিমিটেডের ব্যবস্থাপনা পরিচালক মো: শাহারিয়ার আলম তার বক্তব্যে বলেন, “ডিজিমার্ক টেকনোলজিস লিমিটেড সবসময় নতুন নতুন প্রযুক্তি এবং সল্যুউশন নিয়ে কাজ করে। আমরা গ্রাহকের চাহিদা ও সন্তুষ্টির কথা বিবেচনা করে গ্রাহকের আস্থার জায়গাটি ধরে রাখতে সক্ষম।
অনুষ্ঠানে লাইভ পণ্য প্রদর্শন এবং হিকভিশনের সকল সলিউশন ও পন্যের উপর বিস্তারিত তথ্য পার্টনার ও ডিলারদের সামনে তুলে ধরা হয়।