টেকভিশন২৪ ডেস্ক: চীনের প্রযুক্তি জায়ান্ট হুয়াওয়ে সোমবার তাদের মেট ৭০ স্মার্টফোন মডেলের প্রি-অর্ডার গ্রহণ শুরু করেছে। কোম্পানির অফিসিয়াল উইচ্যাট অ্যাকাউন্টে এক বিবৃতিতে এই ঘোষণা দেওয়া হয়। খবর রয়টার্স।
হুয়াওয়ে আরও জানিয়েছে, ২৬ নভেম্বর মেট ব্র্যান্ডের জন্য একটি ইভেন্ট আয়োজন করা হবে। সেখানে তাদের সর্বশেষ স্মার্টফোন লাইনআপ উন্মোচন করা হবে বলে আশা করা হচ্ছে।
কোম্পানির অনলাইন স্টোরে সোমবার থেকে গ্রাহকরা কোনো অগ্রিম অর্থ পরিশোধ ছাড়াই মেট ৭০ এবং এর দুটি প্রো সংস্করণ রিজার্ভ করতে পারছেন। তবে ওয়েবসাইটে এই ফোনগুলোর দাম প্রকাশ করা হয়নি।
গত বছর হুয়াওয়ে তাদের মেট ৬০ মডেল নিয়ে ৫জি প্রিমিয়াম স্মার্টফোন মার্কেটে ফিরে আসে। এই ফোনগুলোতে চীনের নিজস্ব প্রযুক্তিতে তৈরি সেমিকন্ডাক্টর ব্যবহার করা হয়।
মেট ৬০ মডেলগুলো চীনে ব্যাপক প্রশংসিত হয়, বিশেষত ২০১৯ সাল থেকে মার্কিন নিষেধাজ্ঞার মুখে কোম্পানিটি যখন উন্নত মার্কিন চিপ এবং প্রযুক্তি অ্যাক্সেস করতে পারেনি। এই ফোনগুলো চীনের প্রযুক্তি সক্ষমতার একটি গুরুত্বপূর্ণ সাফল্য হিসেবে বিবেচিত হচ্ছে।