রবিবার, ১৬ মার্চ, ২০২৫, ৯:৪৬ অপরাহ্ণ
28 C
Dhaka

স্টারলিংক চালুর বিষয়ে ড. ইউনূস ও ইলন মাস্কের আলোচনা

টেকভিশন২৪ ডেস্ক : বাংলাদেশের প্রধান উপদেষ্ঠা অধ্যাপক মুহাম্মদ ইউনূস ও স্পেসএক্স, টেসলা এবং এক্স-এর প্রতিষ্ঠাতা ইলন মাস্কের মধ্যে এক ভার্চুয়াল বৈঠক অনুষ্ঠিত হয়েছে। এই বৈঠকে বাংলাদেশে স্টারলিংক স্যাটেলাইট ইন্টারনেট চালুর সম্ভাবনা ও ভবিষ্যৎ সহযোগিতা নিয়ে বিস্তারিত আলোচনা হয়।

বৈঠকে বাংলাদেশ পক্ষ থেকে রোহিঙ্গা সংকট ও অগ্রাধিকার ইস্যুর জন্য নিযুক্ত উচ্চ প্রতিনিধি ড. খলিলুর রহমান এবং এসডিজি বিষয়ক প্রধান সমন্বয়ক লামিয়া মোরশেদ উপস্থিত ছিলেন। অন্যদিকে, স্পেসএক্স-এর পক্ষে অংশ নেন প্রতিষ্ঠানটির ভাইস প্রেসিডেন্ট লরেন ড্রেয়ার এবং গ্লোবাল এনগেজমেন্ট অ্যাডভাইজার রিচার্ড গ্রিফিথস।

অধ্যাপক ইউনূস ও ইলন মাস্ক তাদের আলোচনায় স্টারলিংকের মাধ্যমে বাংলাদেশের তরুণ উদ্যোক্তা, প্রান্তিক নারী ও দুর্গম এলাকার জনগোষ্ঠীর জন্য একটি যুগান্তকারী পরিবর্তনের সুযোগ তৈরি হওয়ার ওপর জোর দেন।

তারা বলেন, দ্রুতগতির ও কম খরচের ইন্টারনেট সংযোগ দেশের শিক্ষা, স্বাস্থ্য ও অর্থনীতির উন্নয়নে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে এবং ক্ষুদ্র ও মাঝারি উদ্যোক্তাদের বিশ্ববাজারের সঙ্গে সংযুক্ত করবে।

অধ্যাপক ইউনূস বলেন, স্টারলিংক সংযোগ বাংলাদেশের ডিজিটাল অবকাঠামোতে যুক্ত হলে দেশের কোটি কোটি মানুষ নতুন সুযোগ পাবে এবং বিশ্ব অর্থনীতির সঙ্গে আরও গভীরভাবে সংযুক্ত হবে।

তিনি আরও বলেন, গ্রামীণ ব্যাংক ও গ্রামীণফোন যেভাবে গ্রামের নারীদের বিশ্বসংযোগের সুযোগ করে দিয়েছিল, স্টারলিংকও একইভাবে এক নতুন দিগন্ত উন্মোচন করবে।

“এতে আমাদের গ্রামীণ নারীরা, তরুণরা এবং উদ্যোক্তারা বৈশ্বিক পর্যায়ে সংযুক্ত হতে পারবে,” বলেন চিফ অ্যাডভাইজার ইউনূস।

জবাবে ইলন মাস্ক গ্রামীণ ব্যাংকের মাইক্রোফাইন্যান্স মডেলের প্রশংসা করেন এবং দারিদ্র্য বিমোচনে এর বৈশ্বিক প্রভাব স্বীকার করেন।

টেসলার প্রতিষ্ঠাতা মাস্ক জানান, তিনি বহু বছর ধরে গ্রামীণ ব্যাংক ও গ্রামীণ ভিলেজ ফোনের কাজ সম্পর্কে জানেন এবং প্রযুক্তির উন্নয়নের মাধ্যমে বাংলাদেশের আর্থিক অন্তর্ভুক্তি ও উদ্ভাবনকে আরও এগিয়ে নেওয়া সম্ভব বলে মনে করেন।

অধ্যাপক ইউনূস বাংলাদেশে স্টারলিংক চালুর সম্ভাব্য অনুষ্ঠানে যোগ দেওয়ার জন্য ইলন মাস্ককে আমন্ত্রণ জানান, যার জবাবে মাস্ক ইতিবাচক সাড়া দেন।

“আমি অধীর আগ্রহে অপেক্ষা করছি,” বলেন ইলন মাস্ক।

এই আলোচনার মাধ্যমে বাংলাদেশে উন্নত স্যাটেলাইট ইন্টারনেট সংযোগ আনার পথে গুরুত্বপূর্ণ অগ্রগতি হয়েছে, যা দেশের অর্থনৈতিক প্রবৃদ্ধি, ডিজিটাল অন্তর্ভুক্তি ও উদ্ভাবনে ভূমিকা রাখবে।

উভয় পক্ষ দ্রুত অগ্রগতি নিশ্চিত করতে সম্মত হয় এবং পরবর্তী কার্যক্রম সমন্বয়ের দায়িত্ব দেওয়া হয় উচ্চ প্রতিনিধি রহমান, লরেন ড্রেয়ার ও রিচার্ড গ্রিফিথসকে।

এই সপ্তাহের জনপ্রিয়

স্টারটেকের নতুন শোরুম এলিফ্যান্ট রোড মিনিতা প্লাজায়

টেকভিশন২৪ ডেস্ক: প্রযুক্তিপণ্য বিক্রেতা প্রতিষ্ঠান স্টার টেক অ্যান্ড ইঞ্জিনিয়ারিং...

দেশে অলরাউন্ড পারফরম্যান্সের ‘অপো এ৫ প্রো’ উন্মোচন

টেকভিশন২৪ ডেস্ক: জনপ্রিয় বৈশ্বিক প্রযুক্তি ব্র্যান্ড ‘অপো’ রাজধানী ঢাকায়...

নির্বাচিত সরকারের সঙ্গে ঘনিষ্ঠভাবে কাজ করার আহ্বান ইউআইএফ’র

টেকভিশন২৪ ডেস্ক: আইসিটি ইন্ডাস্ট্রির উন্নয়নে নির্বাচিত সরকারের সঙ্গে সবাইকে...

সর্বশেষ

গেমারদের জন্য নতুন মনিটর আনলো এলজি

টেকভিশন২৪ ডেস্ক: গেমিং দুনিয়ায় নতুন মাত্রা যোগ করতে এলজি...

আইসিটির কার্যক্রম সময়সীমাবদ্ধ এবং ফলাফল ভিত্তিক হতে হবে: ফয়েজ আহমদ

টেকভিশন২৪ ডেস্ক: আইসিটির কার্যক্রম সময়সীমাবদ্ধ এবং ফলাফল ভিত্তিক হতে...

এতিম ও সুবিধাবঞ্চিত শিশুদের সঙ্গে বাক্কো’র ইফতার আয়োজন

টেকভিশন২৪ ডেস্ক: বাংলাদেশ অ্যাসোসিয়েশন অব কন্ট্যাক্ট সেন্টার অ্যান্ড আউটসোর্সিং...

‘৫ম পার্টনার এক্সিলেন্স অ্যাওয়ার্ড’-এ সাপ্লাই চেইন পার্টনারদের সম্মাননা জানালো বিকাশ

টেকভিশন২৪ ডেস্ক: দেশের শীর্ষস্থানীয় মোবাইল আর্থিক সেবা প্রদানকারী প্রতিষ্ঠান...

এ সম্পর্কিত

spot_img

জনপ্রিয় ক্যাটাগরি

spot_img