বুধবার, ১৮ জুন, ২০২৫, ৯:৩৬ অপরাহ্ণ
26.1 C
Dhaka

বেসিস ও এনআরবি ব্যাংকের মধ্যে সমঝোতা স্মারক স্বাক্ষরিত

টেকভিশন২৪ ডেস্ক: বাংলাদেশ অ্যাসোসিয়েশন অব সফটওয়্যার অ্যান্ড ইনফরমেশন সার্ভিসেস (বেসিস) এবং এনআরবি ব্যাংক পিএলসি-এর মধ্যে ব্যাংকটির প্রধান কার্যালয়ে একটি সমঝোতা স্মারক স্বাক্ষরিত হয়েছে। বুধবার (২৭ নভেম্বর ২০২৪) এই চুক্তি স্বাক্ষরের মধ্য দিয়ে বেসিস সদস্যদের জন্য বিশেষ দুটি সেবা চালু হলো: স্টার্টআপদের জন্য জামানত বিহীন ফাইন্যান্সিং পণ্য “এনআরবি সূচনা” এবং বাণিজ্যিক ও এন্টারপ্রাইজ ব্যবহারের জন্য বিশেষ কর্পোরেট ক্রেডিট কার্ড পরিষেবা।

এই অংশীদারিত্বের মূল লক্ষ্য বেসিস সদস্যদের ব্যবসায়িক প্রক্রিয়া সহজতর করা এবং নতুন উদ্ভাবনে সহায়তা করা। জামানতবিহীন ঋণের মাধ্যমে সদস্যরা তাদের ব্যবসা সম্প্রসারণে দ্রুত ও সহজে আর্থিক সেবা পাবেন। পাশাপাশি, বিশেষায়িত কর্পোরেট ক্রেডিট কার্ড পরিষেবা প্রতিষ্ঠানগুলোর দৈনন্দিন খরচ ব্যবস্থাপনা পরিচালনায় সহজতা আনয়নে সহায়ক হবে।

অনুষ্ঠানে বেসিসের পক্ষ থেকে উপস্থিত ছিলেন সভাপতি এম রাশিদুল হাসান; পরিচালক বিপ্লব ঘোষ রাহুল ও মীর শাহরুখ ইসলাম; বেসিস সদস্য সেবা ও কল্যাণ বিষয়ক স্ট্যান্ডিং কমিটির চেয়ারম্যান আনিসুল হক ভূঁইয়া; ডিভাইন আইটি লিমিটেডের ব্যবস্থাপনা পরিচালক ইকবাল আহমেদ ফখরুল হাসান; এবং বেসিস সেক্রেটারিয়েট সদস্য এস.এম. জাকারিয়া ইসলাম। এনআরবি ব্যাংকের পক্ষে প্রতিনিধিত্ব করেন এনআরবি ব্যাংক পিএলসি-এর উপ-ব্যবস্থাপনা পরিচালক (ডিএমডি) শাহীন হাওলাদার, অতিরিক্ত ব্যবস্থাপনা পরিচালক মো. শাকির আমিন চৌধুরী; উপ-ব্যবস্থাপনা পরিচালক আনোয়ার উদ্দিন এবং এসএমই ও কার্ড বিভাগের ঊর্ধ্বতন কর্মকর্তারা। 

অনুষ্ঠানে বেসিসের সভাপতি এম রাশিদুল হাসান বলেন, “এই চুক্তি বেসিস সদস্যদের জন্য সময়োপযোগী এবং অত্যন্ত প্রয়োজনীয় একটি উদ্যোগ। জামানতবিহীন ঋণ এবং কাস্টমাইজড কর্পোরেট ক্রেডিট কার্ড সেবা সমূহ শুধুমাত্র ব্যবসার পরিচালনা সহজ করবে না, বরং উদ্ভাবনী উদ্যোগ গুলোর বিকাশ এবং পুরো আইসিটি খাতের টেকসই উন্নয়নে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে।”

এনআরবি ব্যাংক পিএলসি-এর উপ-ব্যবস্থাপনা পরিচালক (ডিএমডি) শাহীন হাওলাদার বলেন, “বেসিসের সাথে কাজ করতে পেরে আমরা অত্যন্ত আনন্দিত। স্টার্টআপ উদ্যোক্তাদের জন্য এটি একটি নতুন দিগন্ত উন্মোচন করবে, যেখানে তারা জামানত ছাড়াই দ্রুত আর্থিক সহায়তা পেতে সক্ষম হবেন।”

বেসিসের পরিচালক বিপ্লব ঘোষ রাহুল এই চুক্তিকে বেসিস সদস্যদের জন্য একটি “গুরুত্বপূর্ণ মাইলফলক” হিসেবে আখ্যা দেন। তিনি বলেন, “এই উদ্যোগ আমাদের সদস্যদের আর্থিক স্থিতিশীলতা অর্জনে সহায়তা করবে এবং তাদের দীর্ঘমেয়াদী প্রবৃদ্ধি নিশ্চিত করবে।”

এছাড়াও, অনুষ্ঠানে এনআরবি ব্যাংকের এসএমই ও এগ্রি বিভাগের প্রধান এ.এম. জাহেদ এবং কার্ড বিভাগের প্রধান খাজা ওয়াসিউল্লাহ এই অংশীদারিত্বের মাধ্যমে উদ্ভাবনী এসএমই ফাইন্যান্সিং এবং কর্পোরেট ক্রেডিট কার্ড পরিষেবাগুলির সুযোগ ও কার্যকারিতা নিয়ে আলোচনা করেন। তারা উল্লেখ করেন, সেবাসমূহ বেসিস সদস্যদের জন্য আরও অর্থবহ ও কার্যকর সমাধান হিসেবে কাজ করবে।

এই সপ্তাহের জনপ্রিয়

চ্যাটজিপিটি: বিস্ময়কর উদ্ভাবন

টেকভিশন২৪ ডেস্কঃ প্রতিনিয়তই আসছে নিত্য নতুন প্রযুক্তি। তবে কয়েক...

এমবেডেড সিস্টেমের বিবর্তন: ২০২৬ সালের কর্মসংস্থান ও ভবিষ্যৎ প্রবণতা

ইঞ্জিনিয়ার মো. সাফায়েত হোসেন: ইলেকট্রনিক্স, ওয়্যারলেস যোগাযোগ, নেটওয়ার্কিং, জ্ঞানীয়...

তেহরানে ইন্টারনেট বন্ধ, ইলন মাস্কের স্টারলিংক সেবা চালু

ইসরায়েলি হামলার প্রেক্ষাপটে ইরান সরকার যখন দেশটির নাগরিকদের ইন্টারনেট...

সর্বশেষ

টেকনো স্পার্ক গো ২ ফোন উন্মোচন

টেকভিশন২৪ ডেস্ক: টেকনোর স্পার্ক সিরিজ স্মার্টফোন এর ব্যাপক জনপ্রিয়তা...

গ্লোবাল ব্র্যান্ড অ্যাওয়ার্ড পেলো ওয়ালটন ডিজি-টেক

টেকভিশন২৪ ডেস্ক: বাংলাদেশের প্রযুক্তি ও ইলেকট্রনিক্স খাতে আন্তর্জাতিক মর্যাদার...

ইন্টেল ফাউন্ড্রি বিভাগে জুলাই থেকে ২০% কর্মী ছাঁটাই

টেকভিশন২৪ ডেস্ক: চিপ নির্মাতা জায়ান্ট ইন্টেল আগামী জুলাই মাস...

স্টুডেন্ট, প্রোফেশনাল, ক্রিয়েটিভ – সবার জন্য এক ল্যাপটপ

টেকভিশন২৪ ডেস্ক: বর্তমান যুগের পেশাগত ও শিক্ষাগত চাহিদা অনেক...

এ সম্পর্কিত

spot_img

জনপ্রিয় ক্যাটাগরি

spot_img