টেকভিশন২৪ ডেস্ক: সোশ্যাল মিডিয়া জায়ান্ট মেটা তাদের মেসেজিং অ্যাপ হোয়াটসঅ্যাপে একটি নতুন ফিচার চালু করতে যাচ্ছে, যার মাধ্যমে কৃত্রিম বুদ্ধিমত্তা ব্যবহার করে অপঠিত বার্তাগুলোর সংক্ষিপ্তসার তৈরি করা হবে।
“মেসেজ সামারিজ” নামের এই ফিচার ব্যবহারকারীকে বার্তার গোপনীয়তা রক্ষা করে কিছু বুলেট পয়েন্টে সারাংশ প্রদান করবে। মেটা জানিয়েছে, এটি তাদের “প্রাইভেট প্রসেসিং” প্রযুক্তির মাধ্যমে সম্পন্ন হবে, যেখানে মেসেজের বিষয়বস্তু মেটার কাছে প্রকাশ পাবে না।
বর্তমানে এই ফিচার যুক্তরাষ্ট্রে ইংরেজি ভাষাভাষীদের জন্য চালু হচ্ছে এবং পর্যায়ক্রমে অন্যান্য ভাষা ও দেশে চালুর পরিকল্পনা রয়েছে। এটি ব্যবহার করতে চাইলে ব্যবহারকারীকে নিজ উদ্যোগে অপশনটি চালু করতে হবে।
অ্যাডভান্সড চ্যাট প্রাইভেসি সেটিংসের মাধ্যমে নির্দিষ্ট চ্যাট এই ফিচার থেকে বাদ দেওয়ার সুযোগও থাকবে।
সূত্র: এনগ্যাজেট