টেকভিশন২৪ ডেস্ক: বাংলাদেশের তথ্যপ্রযুক্তি খাত প্রতিদিন আরও বিস্তৃত হচ্ছে। প্রযুক্তিনির্ভর এই খাতের সাথে যুক্ত পেশাজীবীদের সংখ্যা যেমন বাড়ছে, তেমনি তাদের কর্মক্ষেত্রের পরিধি এবং বৈদেশিক মুদ্রা অর্জনের সুযোগও বৃদ্ধি পাচ্ছে। বর্তমানে দেশের বৈদেশিক মুদ্রা আয়ের একটি বিশাল অংশ তথ্যপ্রযুক্তি সেবা রপ্তানি থেকে আসে।
এই খাতের পেশাজীবীদের জন্য একটি শক্তিশালী নেটওয়ার্ক গড়ে তোলা এবং তাদের বিভিন্ন সুবিধা নিশ্চিত করার লক্ষ্যে কাজ করছে বাংলাদেশ আইটি প্রফেশনালস ক্লাব লিমিটেড (বিআইটিপিসিএল)। সরকারের নিবন্ধিত এই সংগঠনটি দেশের তথ্যপ্রযুক্তি পেশাজীবীদের জন্য নানাবিধ সুবিধা এবং সহায়তা প্রদান করে থাকে।
এই ধারাবাহিকতায়, সম্প্রতি বিআইটিপিসিএল দেশের অন্যতম জনপ্রিয় টেলিহেলথ ও টেলিমেডিসিন সেবা প্রদানকারী প্রতিষ্ঠান ডকটাইম-এর সঙ্গে একটি গুরুত্বপূর্ণ চুক্তি স্বাক্ষর করেছে। এই চুক্তির মাধ্যমে ক্লাবের নিবন্ধিত সদস্যরা ডকটাইমের একাধিক স্বাস্থ্যসেবা বিশেষ ছাড়ে এবং অগ্রাধিকার ভিত্তিতে উপভোগ করতে পারবেন।
চুক্তি স্বাক্ষর অনুষ্ঠানের মূল দিক
ঢাকায় আয়োজিত এই চুক্তি স্বাক্ষর অনুষ্ঠানে বিআইটিপিসিএল-এর পক্ষ থেকে উপস্থিত ছিলেন ক্লাবের ভাইস প্রেসিডেন্ট ফারুক আজম এরশাদ, ডিরেক্টর নোমান হায়দার এবং ক্লাবের অন্যান্য সদস্যরা। অন্যদিকে ডকটাইম-এর পক্ষে উপস্থিত ছিলেন তাদের পরিচালক নূর মোহাম্মদ এবং প্রতিষ্ঠানের উচ্চপদস্থ কর্মকর্তারা।
চুক্তি স্বাক্ষরের সময় বিআইটিপিসিএল-এর ভাইস প্রেসিডেন্ট ফারুক আজম এরশাদ বলেন,
“আমরা চাই আমাদের ক্লাবের প্রতিটি নিবন্ধিত সদস্য তার দৈনন্দিন জীবনের সব ধরনের প্রয়োজনীয় সেবা সহজেই পেয়ে যাক। স্বাস্থ্যসেবা খাতে বিশেষ সুবিধা দিতে ডকটাইম-এর সঙ্গে এই চুক্তি আমাদের জন্য একটি গুরুত্বপূর্ণ পদক্ষেপ। আমরা ইতোমধ্যেই ক্লাবের পক্ষ থেকে ইন্টারনেট সেবা, ডিভাইস সার্ভিসিং এবং অন্যান্য সুবিধা প্রদানে কাজ করছি। বিআইটিপিসিএল এখন ১৪,০০০-এর বেশি সদস্য নিয়ে একটি শক্তিশালী নেটওয়ার্ক গড়ে তুলেছে।”
ডকটাইম-এর সম্মানিত পরিচালক নূর মোহাম্মদ বলেন,
“ডিজিটাল স্বাস্থ্যসেবায় আমাদের লক্ষ্য সাশ্রয়ী খরচে সবার কাছে উন্নত চিকিৎসা সেবা পৌঁছে দেওয়া। বিআইটিপিসিএল-এর সদস্যদের জন্য আমরা বিশেষ সুবিধা নিশ্চিত করতে পেরে আনন্দিত। আমাদের প্ল্যাটফর্মে এখন ভিডিও কলে চিকিৎসকের পরামর্শ, ঘরে বসে ডায়াগনস্টিক সেবা, প্রেসক্রিপশন ম্যানেজমেন্ট এবং স্বাস্থ্যবীমা সহ বিভিন্ন আকর্ষণীয় সেবা রয়েছে। আমরা বিশ্বাস করি, এই চুক্তি আইটি পেশাজীবীদের জন্য নতুন মাত্রা যোগ করবে।”
চুক্তির সুবিধাসমূহ
- বিআইটিপিসিএল-এর নিবন্ধিত সদস্যরা ডকটাইম-এর স্বাস্থ্যসেবা বিশেষ ছাড়ে পাবেন।
- অগ্রাধিকার ভিত্তিতে চিকিৎসা পরামর্শ, প্রেসক্রিপশন এবং স্বাস্থ্যবীমার সুবিধা উপভোগ করতে পারবেন।
- ঘরে বসে ডায়াগনস্টিক সেবা এবং ঔষধ সরবরাহের সুবিধা পাবেন।
এই চুক্তি বিআইটিপিসিএল এবং ডকটাইম-এর মধ্যে একটি গুরুত্বপূর্ণ মাইলফলক হিসেবে বিবেচিত হবে। বিআইটিপিসিএল ভবিষ্যতেও দেশের তথ্যপ্রযুক্তি পেশাজীবীদের জন্য নতুন নতুন সুযোগ-সুবিধা নিয়ে আসতে প্রতিশ্রুতিবদ্ধ।