নবম বিসিএস ফোরামের সভাপতি আবুল কালাম, মহাসচিব শীষ হায়দার চৌধুরী

টেকভিশন২৪ ডেস্ক: নবম বিসিএস ফোরামের নতুন কার্যনির্বাহী কমিটি গঠন করা হয়েছে। অবসরপ্রাপ্ত অতিরিক্ত সচিব মোহাম্মদ আবুল কালাম সভাপতি এবং তথ্য ও যোগাযোগ প্রযুক্তি বিভাগের জনাব শীষ হায়দার চৌধুরী মহাসচিব নির্বাচিত হন।

সাম্প্রতিক জুলাই-আগস্ট মাসে সংঘটিত ছাত্র-জনতার অভ্যুত্থানের ফলে পরিবর্তিত পরিস্থিতিতে কার্যনির্বাহী কমিটি অকার্যকর হয়ে পড়ায় নবম বিসিএস ফোরামের এক বিশেষ সাধারণ সভা গত ২১ নভেম্বর অনুষ্ঠিত হয়।

সভায় নবম বিসিএস ফোরামের স্বাভাবিক কার্যক্রম সুষ্ঠুভাবে চলমান রাখার স্বার্থে বিদ্যমান কার্যনির্বাহী কমিটি বিলুপ্ত করে ২০২৪-২০২৬ মেয়াদের জন্য ৪১-সদস্য বিশিষ্ট নতুন কার্যনির্বাহী কমিটি সর্বসম্মতিক্রমে গঠিত হয়।

উত্তর দিন

আপনার মন্তব্য লিখুন দয়া করে!
এখানে আপনার নাম লিখুন