সোমবার, ১৭ ফেব্রুয়ারি, ২০২৫, ১:১০ অপরাহ্ণ
24 C
Dhaka

স্যামসাং গ্যালাক্সি এস২৫ আলট্রা ও এস২৫ প্লাসের প্রি-অর্ডার শুরু

টেকভিশন২৪ ডেস্ক: অপেক্ষার পালা শেষ! আগামীকাল ২৯ জানুয়ারি থেকে নিজেদের ফ্ল্যাগশিপ এস সিরিজের সর্বশেষ ডিভাইস গ্যালাক্সি এস২৫ আলট্রার প্রি-অর্ডার নেয়া শুরু করেছে স্যামসাং বাংলাদেশ। উদ্ভাবনী এআই ফিচার, নজরকাড়া ও রুচিশীল ডিজাইন, অত্যাধুনিক ইউজার ইন্টারফেস (ইউআই) ও দূর্দান্ত পারফর্ম্যান্সের উপযোগী করে তৈরি এই গ্যালাক্সি এস২৫ আলট্রা ব্যবহারকারীদের জন্য অনন্য ফ্ল্যাগশিপ অভিজ্ঞতা নিশ্চিত করবে।

টাইটেনিয়াম ব্ল্যাক ও টাইটেনিয়াম সিলভারব্লু – চোখ ধাঁধানো এই দুইটি ফিনিশে দেশের বাজারে আসা গ্যালাক্সি এস২৫ আলট্রায় ব্যবহারকারীদের প্রতিটি চাহিদা পূরণের দুর্দান্ত সমাধান হিসেবে ১২জিবি র‍্যাম ও ২৫৬ জিবি স্টোরেজ (রম) ব্যবহার করা হয়েছে। এর ৬.৯ ইঞ্চি কিউএইচডি+ ডায়নামিক অ্যামোলেড ২X ডিসপ্লের ১ হার্জ থেকে ১২০ হার্জ পর্যন্ত অ্যাডাপ্টিভ রিফ্রেশ রেট স্ক্রিনের প্রতিটি দৃশ্যকে আরও প্রাণবন্ত করে তুলবে। ফ্ল্যাগশিপ স্মার্টফোনের ব্যবহারের স্বাছন্দ্যকে নতুন মাত্রা দিতে এস২৫ আলট্রায় রয়েছে ২০০ মেগাপিক্সেল মেইন ক্যামেরা সহ কোয়াড ক্যামেরা সেটআপ। তবে, মূল আকর্ষণ হিসেবে এস২৫ আলট্রায় যুক্ত হয়েছে অনন্য সব এআই ফিচার, যা জীবনকে আগের চেয়ে অনেক বেশি স্বাচ্ছন্দ্যময় করে তুলবে।

গ্যালাক্সি এস২৫ আলট্রা প্রি-বুকে গ্রাহকরা এখন ১২,০০০ টাকা ক্যাশব্যাক পাচ্ছেন। এছাড়া রয়েছে ৩০,০০০ টাকা পর্যন্ত ট্রেড-ইন বোনাস, আর ১৫,০০০ টাকা পর্যন্ত ইএমআই ক্যাশব্যাক সুবিধা। স্যামসাংয়ের সহজ পেমেন্ট অপশন ব্যবহার করে ক্রেতারা সুদহীন ১২ মাসের ইএমআই, কিংবা বা ৩৬ মাস পর্যন্ত বর্ধিত ইএমআই সুবিধারও সুযোগ পাবেন। বিশেষ এই প্রি-অর্ডার সুবিধার মাধ্যমে গ্রাহকরা আকর্ষণীয় সাশ্রয় উপভোগ করতে পারবেন।

গ্যালাক্সি এস২৫ প্লাসের ক্ষেত্রেও প্রি-অর্ডার সুবিধা দিচ্ছে স্যামসাং। নেভি ও সিলভার শ্যাডো, এই দুইটি ফিনিশে নিয়ে আসা এস২৫ প্লাস (১২/২৫৬ জিবি) ডিভাইসটি এখন মাত্র ১,৮১,৯৯৯ টাকায় প্রি-বুক করা যাবে। এই মডেলেও ১০,০০০ টাকা ইনস্ট্যান্ট ক্যাশব্যাক দিচ্ছে স্যামসাং, সাথে রয়েছে ২০,০০০ টাকা পর্যন্ত ট্রেড-ইন বোনাস। এছাড়াও, সুদহীন ১২ মাসের ইএমআই সুবিধা এবং ৫,০০০ টাকা পর্যন্ত ইএমআই ক্যাশব্যাক থাকছে। গ্রাহকরা প্রয়োজনে ৩৬ মাস পর্যন্ত ইএমআই পেমেন্ট সুবিধা বাড়িয়ে নিতে পারবেন।  

এ বিষয়ে স্যামসাং ইলেকট্রনিক্স, এমএক্স ডিভিশন, বাংলাদেশ শাখার হেড অব প্রোডাক্ট অ্যান্ড মার্কেটিং-কমিউনিকেশন সৈয়দ মো. বদরুল আরেফীন বলেন, “আগামীর স্মার্ট প্রযুক্তি ব্যবহার করে নিজেদের এগিয়ে রাখতে চান, এমন ব্যবহারকারীদের জন্য বর্তমানের সেরা ডিভাইস হিসেবে স্যামসাং গ্যালাক্সি এস২৫ আলট্রা বাজারে নিয়ে এসেছে। এই স্মার্টফোন আপনার কল্পনার সকল সীমানা ছাড়িয়ে যেতে, এবং অতীতের প্রযুক্তিগত বাধা এড়িয়ে সৃজনশীলতার পূর্ণ বিকাশের সেরা সঙ্গী হতে পারে”।

দেশজুড়ে স্যামসাংয়ের অথরাইজড শোরুমে অথবা অনলাইনে https://samsung.com/bd আপনার পছন্দের গ্যালাক্সি এস২৫ আলট্রা বা গ্যালাক্সি এস২৫ প্লাস প্রি-অর্ডার করতে পারবেন। আগামী ১৩ ফেব্রুয়ারি পর্যন্ত এই প্রি-অর্ডারের সুযোগ থাকছে, এবং এর পরের সপ্তাহ থেকে ডেলিভারি শুরু হবে। তাই, আজই সিদ্ধান্ত নিন, আর গ্যালাক্সি এস২৫ আলট্রা ও এস২৫ প্লাস হাতে উদ্ভাবনীর যাত্রায় নিজেকে এগিয়ে রাখুন!

এই সপ্তাহের জনপ্রিয়

বইমেলায় মিজানুর রহমান সোহেলের ‘বিক্রয় ম্যাজিক’

টেকভিশন২৪ ডেস্ক: ব্র্যান্ডিং ও মার্কেটিংয়ে অনন্য এক পথপ্রদর্শক বই...

শহীদ পরিবারের পাশে দাঁড়ালো স্মার্ট

টেকভিশন২৪ ডেস্ক: ১৫ ফেব্রুয়ারি ২০২৫ তারিখে লক্ষীপুরের রামগঞ্জ উপজেলার...

স্টারলিংক ও বাংলাদেশ ইন্টারনেট

ইকবাল আহমদ ফখরুল হাসান: বাংলাদেশে ইন্টারনেটের শুরুটা হয় স্যাটেলাইট...

সর্বশেষ

ডিসলাইক বাটনের পরীক্ষা চালাচ্ছে ইনস্টাগ্রাম

টেকভিশন২৪ ডেস্ক: ইনস্টাগ্রাম একটি নতুন ডিসলাইক বাটন পরীক্ষা করছে,...

অনলাইনে সারা বছর আয়কর রিটার্ন দাখিলের সুযোগ

টেকভিশন২৪ ডেস্ক: এখন থেকে অনলাইনে সারা বছর আয়কর রিটার্ন...

২০-৩০ হাজার টাকার মধ্যে সেরা কিছু এআই ফোন

টেকভিশন২৪ ডেস্ক: কৃত্তিম বুদ্ধিমত্তার (এআই) রূপান্তরমূলক যাত্রার শুরু হয়...

প্রাইম ব্যাংকের সাথে বিকাশের পেরোল চুক্তি

টেকভিশন২৪ ডেস্ক: শীর্ষস্থানীয় বেসরকারি বাণিজ্যিক ব্যাংক প্রাইম ব্যাংক পিএলসি-র...

এ সম্পর্কিত

spot_img

জনপ্রিয় ক্যাটাগরি

spot_img