শনিবার, ১৯ জুলাই, ২০২৫, ২:৩৫ অপরাহ্ণ
33 C
Dhaka

স্টার্টআপ বাংলাদেশ উদ্ভাবন ও স্টার্টআপ খাত শক্তিশালী করতে রোডম্যাপ প্রকাশ করেছে

টেকভিশন২৪ ডেস্ক: তথ্য ও যোগাযোগ প্রযুক্তি (আইসিটি) বিভাগ আজ একটি উচ্চপর্যায়ের অংশীজন সভার আয়োজন করে, যেখানে “স্টার্টআপ ইকোসিস্টেম এনাবলার্স রিপোর্ট ও রোডম্যাপ” উপস্থাপন করা হয়। এই প্রতিবেদনটি তৈরি করেছে আইসিটি বিভাগের আওতাধীন ফ্ল্যাগশিপ ভেঞ্চার ক্যাপিটাল প্রতিষ্ঠান স্টার্টআপ বাংলাদেশ লিমিটেড। সভাটি সভাপতিত্ব করেন আইসিটি বিভাগের সচিব ও স্টার্টআপ বাংলাদেশের চেয়ারম্যান শীষ হায়দার চৌধুরী, ndc। এতে স্টার্টআপ ইকোসিস্টেমের গুরুত্বপূর্ণ অংশীজনরা অংশ নেন এবং বাংলাদেশের উদ্ভাবনী সক্ষমতা উন্মোচনে করণীয় কৌশল নিয়ে আলোচনা করেন।

আইসিটি বিভাগে অনুষ্ঠিত এই বৈঠকটি দেশের স্টার্টআপ ইকোসিস্টেমকে সক্রিয় ও শক্তিশালী করার পথে একটি গুরুত্বপূর্ণ পদক্ষেপ হিসেবে চিহ্নিত হয়। আলোচনার কেন্দ্রে ছিল প্রতিবেদনে চিহ্নিত সাতটি মূল এনাবলার: অ্যাক্সিলারেটর/ইনকিউবেটর, চ্যালেঞ্জ ফান্ড, স্থানীয় এলপি সম্পৃক্ততা, ফান্ড ম্যানেজার প্রশিক্ষণ, ন্যাশন ব্র্যান্ডিং, নীতিনির্ধারণী সহায়তা এবং স্টার্টআপ সামিট।

প্রতিবেদনটি আশাব্যঞ্জক প্রাথমিক অগ্রগতির কথা তুলে ধরলেও, ইকোসিস্টেমে বিদ্যমান ফাঁকফোকর এবং চ্যালেঞ্জগুলো মোকাবেলার তাগিদও স্পষ্টভাবে তুলে ধরা হয়েছে। রোডম্যাপটি একটি বিস্তৃত কর্মপরিকল্পনা উপস্থাপন করে যা বাংলাদেশের বাস্তবতার সাথে সামঞ্জস্যপূর্ণ এবং আন্তর্জাতিক ভালো দৃষ্টান্ত অনুসরণ করে। এর বাস্তবায়নে দায়িত্বপ্রাপ্ত প্রতিষ্ঠান হিসেবে রয়েছে স্টার্টআপ বাংলাদেশ ও আইসিটি বিভাগ।

অনুষ্ঠানে শীষ হায়দার চৌধুরী, ndc বলেন: “এই রোডম্যাপ কেবল একটি কৌশলগত দলিল নয়—এটি আমাদের প্রতিশ্রুতি, একটি শক্তিশালী, স্থিতিশীল এবং আন্তর্জাতিকভাবে প্রতিযোগিতামূলক স্টার্টআপ ইকোসিস্টেম গড়ে তোলার। সরকার, বিনিয়োগকারী, এনাবলার, একাডেমিয়া, কর্পোরেট এবং উন্নয়ন সহযোগীদের সমন্বিত প্রচেষ্টাই আমাদের এই স্বপ্নকে বাস্তবে রূপ দেবে।”

বাংলাদেশের স্টার্টআপ খাতের পূর্ণ সম্ভাবনাকে কাজে লাগাতে, নবপ্রকাশিত এই রোডম্যাপে গুরুত্ব দেওয়া হয়েছে দুইটি বিষয়ে: স্টার্টআপের সংখ্যা বাড়ানো এবং তাদের স্কেল আপ ও সাফল্যের সক্ষমতা বৃদ্ধি। বৈশ্বিক সেরা অভিজ্ঞতা থেকে শেখা এই কৌশলটির কেন্দ্রবিন্দুতে রয়েছে সাতটি এনাবলার যা একটি গতিশীল, উদ্ভাবন-সহায়ক পরিবেশ গড়ে তুলবে এবং বাংলাদেশকে একটি উদীয়মান আন্তর্জাতিক স্টার্টআপ হাব হিসেবে প্রতিষ্ঠা করতে সহায়তা করবে।

আজকের অংশীজন পর্যালোচনার ভিত্তিতে, স্টার্টআপ বাংলাদেশ আগামী পর্যায়ের জন্য আর্থিক ও কারিগরি পরিকল্পনার সাথে মিল রেখে অগ্রাধিকারভিত্তিক কার্যক্রম বাস্তবায়ন শুরু করবে।

এই সপ্তাহের জনপ্রিয়

ইন্টারঅ্যাক্টিভ ফ্ল্যাট প্যানেল মেলা; চলবে ১৯ তারিখ পর্যন্ত

টেকভিশন২৪ ডেস্ক: বিশেষায়িত আইটি পণ্যের প্রদর্শনী নিয়ে রাজধানীর আগারগাঁওয়ের...

আসল এবং নকল মোবাইল ফোন চেনার সহজ ৭ টি উপায়

টেকভিশন২৪ প্রতিবেদক: বর্তমানে মোবাইল ফোন বাজারে চলছে এক তুমুল...

আইটি প্রফেশনালস ক্লাব লিমিটেডের নতুন কমিটি গঠন

টেকভিশন২৪ ডেস্ক: প্রথমবারের মতো আনুষ্ঠানিক নির্বাচন প্রক্রিয়ার মাধ্যমে গঠিত...

সর্বশেষ

স্টারলিংকের আনুষ্ঠানিক উদ্বোধন, অফিসিয়াল রিসেলার বিএসসিএল

টেকভিশন২৪ প্রতিবেদক: শুক্রবার রাজধানীর হোটেল ইন্টারকন্টিনেন্টালে আয়োজিত এক যৌথ...

স্টারলিংকের পরিবেশক হিসেবে গ্লোবাল ব্র্যান্ডের যাত্রা শুরু

টেকভিশন২৪ ডেস্ক: বাংলাদেশে স্যাটেলাইট-ভিত্তিক ইন্টারনেট সেবা স্টারলিংক-এর সরকারিভাবে অনুমোদিত...

রিভো বাংলাদেশের ‘মুনসুন অফার’ ঘোষণা

টেকভিশন২৪ ডেস্ক: দেশজুড়ে নতুন এক ক্যাম্পেইন চালু করেছে দেশের...

গোপালগঞ্জে ইন্টারনেট সেবা বন্ধ কিংবা বিঘ্নিত হয়নি:টেলিযোগাযোগ মন্ত্রণালয় 

গোপালগঞ্জে ইন্টারনেট সেবা বন্ধ কিংবা বিঘ্নিত—কোনোটাই করা হয়নি বলে...

এ সম্পর্কিত

spot_img

জনপ্রিয় ক্যাটাগরি

spot_img