শনিবার, ১৯ জুলাই, ২০২৫, ১:২৮ অপরাহ্ণ
32.7 C
Dhaka

বাংলাদেশি অ্যাপ ‘কনভে’ জি২০-এর অফিসিয়াল পার্টনার

দেশি প্রতিষ্ঠান সিনেসিস আইটির অ্যাপ ‘কনভে’ (Convay) ২৬-২৭ মে, ২০২৫-এঅনুষ্ঠিত্ব জি২০ বৈঠক-এর অফিসিয়াল ভিডিও কনফারেন্সিংপার্টনার হিসেবে বিশ্ব মঞ্চে স্থান করে নিয়েছে।

টেকভিশন২৪ ডেস্ক: প্রযুক্তি দুনিয়ায় বাংলাদেশি পণ্যের এমন দাপট আগে দেখেনি কেউ। বিশ্বখ্যাত জুম, গুগল মিট কিংবা টিমস নয়, দক্ষিণ আফ্রিকায় ক্ষমতাধর রাষ্ট্রের জোট জি২০-এর ‘সাসটেইনেবল ইনফ্রাস্ট্রাকচার ডেভেলপমেন্ট সিম্পোজিয়াম (সিডসসা)-২০২৫’ সভা অনুষ্ঠিত হয়েছে বাংলাদেশের তরুণ প্রকৌশলীদের তৈরি ‘কনভে’ অ্যাপে। দক্ষিণ আফ্রিকার রাষ্ট্রপতি এইচ ই সিরিল রামাফোসার নেতৃত্বে কনভের ভার্চুয়াল প্ল্যাটফর্মে সিডসসা সভায় অংশ নিয়েছেন ২৭ দেশের মন্ত্রী, কূটনীতিক, নীতিনির্ধারক এবং বেসরকারি খাতের প্রতিনিধিরা। বুয়েটসহ শীর্ষ প্রকৌশল বিশ্ববিদ্যালয়ের তরুণ প্রকৌশলীদের তৈরি এ কনভে কেবল একটি ভিডিও কনফারেন্সের অ্যাপ বা সেবা নয়, বরং একে বলা যায় পূর্ণাঙ্গ, নিরাপদ ও স্কেলেবল অফিস কোলাবোরেশন সল্যুশন, যা দেশি উদ্ভাবনে বৈশ্বিক মানের সক্ষমতার প্রমাণ দিল।

সিডসসা সভা অনুষ্ঠিত হয়েছে ২৬-২৭ মে। কনভে এ আন্তর্জাতিক সিম্পোজিয়ামের অফিসিয়াল ভিডিও কনফারেন্সিং স্ট্রিমিং পার্টনার। আর কনভের এ মাইলফলকে বিশ্বের কাছে প্রযুক্তি সক্ষমতার বিচারে নতুন বাংলাদেশকে পরিচয় করিয়েছে। সম্মেলনে চীন, যুক্তরাজ্য, সৌদি আরব, আর্জেন্টিনা, ব্রাজিল ও ইন্দোনেশিয়ার মতো জি২০ দেশের অবকাঠামো ব্যবহার করে জাতীয় উন্নয়নের অভিজ্ঞতা তুলে ধরা হয়। এ ছাড়া ইনফ্রাস্ট্রাকচার ফান্ড পাইপলাইনের হালনাগাদ, কৌশলগত প্রকল্পগুলোর অগ্রগতি এবং টপ ১২ অবকাঠামো অগ্রাধিকারের ঘোষণাও আলোচনার গুরুত্বপূর্ণ অংশ ছিল।

সংশ্লিষ্টরা জানান, বৈশ্বিক গুরুত্বপূর্ণ এ সভার স্ট্রিমিং পার্টনার হিসেবে কনভে উচ্চমানের ভিডিও সম্প্রচার, রিয়েল-টাইম মাল্টিল্যাঙ্গুয়াল ট্রান্সক্রিপশন এবং ভার্চুয়াল অংশগ্রহণের সুবিধা প্রদান করছে। রাষ্ট্রপতির উদ্বোধনী ভাষণ দিয়ে শুরু হওয়া এ দুই দিনের সভায় কনভে একটি গুরুত্বপূর্ণ প্রযুক্তিগত ভূমিকা পালন করছে।

কনভে বাংলাদেশের শীর্ষস্থানীয় প্রযুক্তি প্রতিষ্ঠান সিনেসিস আইটির একটি গুরুত্বপূর্ণ উদ্ভাবন। কনভের ডেভেলপমেন্টের সঙ্গে যুক্ত সফটওয়্যার প্রকৌশলী আল আমরু বিল মারুফ বলেন, ‘কনভের যে সক্ষমতা, তা খুব কম পণ্যেরই আছে। কনভে শুধু আমাদের দেশের জন্য সামঞ্জস্যপূর্ণ এমন নয়, এ প্রডাক্টের পুরো বিশ্বে ছড়ানোর সক্ষমতা আছে। জুম, গুগল মিটের কম্পিটিটর হওয়ার সক্ষমতা আছে। কনভে এখন আফ্রিকায়, আমেরিকায়, অস্ট্রেলিয়ায়। কিন্তু কনভের ডেভেলপার আমরা বাংলাদেশের।’ সিনেসিস আইটির চিফ বিজনেস অফিসার এ এস এম নুরুন নবী বলেন, ‘সিডসসার মতো এত বড় সভা রিয়েল টাইমে ইংরেজি, বাংলা, ফরাসি, পর্তুগিজ, স্প্যানিশ-এ পাঁচ ভাষায় ট্রান্সক্রাইব করে কনভে বিশ্বজনীন অংশগ্রহণ আরও সহজ ও অন্তর্ভুক্তিমূলক করে তুলেছে।’

এই সপ্তাহের জনপ্রিয়

ইন্টারঅ্যাক্টিভ ফ্ল্যাট প্যানেল মেলা; চলবে ১৯ তারিখ পর্যন্ত

টেকভিশন২৪ ডেস্ক: বিশেষায়িত আইটি পণ্যের প্রদর্শনী নিয়ে রাজধানীর আগারগাঁওয়ের...

আসল এবং নকল মোবাইল ফোন চেনার সহজ ৭ টি উপায়

টেকভিশন২৪ প্রতিবেদক: বর্তমানে মোবাইল ফোন বাজারে চলছে এক তুমুল...

আইটি প্রফেশনালস ক্লাব লিমিটেডের নতুন কমিটি গঠন

টেকভিশন২৪ ডেস্ক: প্রথমবারের মতো আনুষ্ঠানিক নির্বাচন প্রক্রিয়ার মাধ্যমে গঠিত...

সর্বশেষ

স্টারলিংকের আনুষ্ঠানিক উদ্বোধন, অফিসিয়াল রিসেলার বিএসসিএল

টেকভিশন২৪ প্রতিবেদক: শুক্রবার রাজধানীর হোটেল ইন্টারকন্টিনেন্টালে আয়োজিত এক যৌথ...

স্টারলিংকের পরিবেশক হিসেবে গ্লোবাল ব্র্যান্ডের যাত্রা শুরু

টেকভিশন২৪ ডেস্ক: বাংলাদেশে স্যাটেলাইট-ভিত্তিক ইন্টারনেট সেবা স্টারলিংক-এর সরকারিভাবে অনুমোদিত...

রিভো বাংলাদেশের ‘মুনসুন অফার’ ঘোষণা

টেকভিশন২৪ ডেস্ক: দেশজুড়ে নতুন এক ক্যাম্পেইন চালু করেছে দেশের...

গোপালগঞ্জে ইন্টারনেট সেবা বন্ধ কিংবা বিঘ্নিত হয়নি:টেলিযোগাযোগ মন্ত্রণালয় 

গোপালগঞ্জে ইন্টারনেট সেবা বন্ধ কিংবা বিঘ্নিত—কোনোটাই করা হয়নি বলে...

এ সম্পর্কিত

spot_img

জনপ্রিয় ক্যাটাগরি

spot_img