সোমবার, ১৭ ফেব্রুয়ারি, ২০২৫, ১:১৬ অপরাহ্ণ
24 C
Dhaka

নর্থ সাউথে ন্যানো-প্রযুক্তি ব্যবহার নিয়ে সেমিনার

টেকভিশন২৪ ডেস্ক: ওষুধ প্রস্তুত, শক্তি উৎপাদন ও সংরক্ষণ এ দৈনন্দিন জীবনে ন্যানো-প্রযুক্তির নানা ব্যবহার নিয়ে নর্থ সাউথ বিশ্ববিদ্যালয়ে ফার্মাসিউটিক্যাল সায়েন্সেস বিভাগে একটি সেমিনার অনুষ্ঠিত হয়েছে।

একইসঙ্গে যুক্তরাষ্ট্রের মেরিল্যান্ড অঙ্গরাজ্যের বাল্টিমোরের কোপিন স্টেট ইউনিভার্সিটির সেন্টার ফর ন্যানো-টেকনোলজির সঙ্গে নর্থ সাউথ বিশ্ববিদ্যালয়ের একটি সমঝোতা স্মারকও (এমওইউ) স্বাক্ষরিত হয়েছে।

এই চুক্তির মাধ্যমে উভয় বিশ্ববিদ্যালয় পারস্পরিক সহযোগিতার ভিত্তিতে শিক্ষার গুণগত মান উন্নয়নের জন্য কাজ করবে। ড. জামাল উদ্দিন নর্থ সাউথ বিশ্ববিদ্যালয়ে একটি ন্যানোটেকনোলজি ইনস্টিটিউট নির্মাণের আশাবাদ ব্যক্ত করেন। প্রতিষ্ঠানটির উপাচার্য এবং কোষাধ্যক্ষ এই প্রস্তাবে সম্মতি জানান।

বৃহস্পতিবার দুপুরে নর্থ সাউথে বিশ্ববিদ্যালয়ের অডিটোরিয়ামে ‘ন্যানো-টেকনোলজি: স্মল থিংস ম্যাটার অ্যান্ড হ্যাভ পাওয়ার টু ট্রান্সফর্ম এনার্জি, হেল্থ অ্যান্ড দ্য এনভায়রনমেন্ট’ শীর্ষক সেমিনারের আয়োজন করা হয়। 

নর্থ সাউথ ইউনিভার্সিটির ফার্মাসিউটিক্যাল সায়েন্সেস বিভাগের চেয়ারম্যান অধ্যাপক ড. মোহাম্মদ হোসেন শাহরিয়ার অনুষ্ঠানের সভাপতিত্ব করেন। তার স্বাগত বক্তব্যের মধ্যদিয়ে সেমিনার শুরু হয়। সেমিনারে প্রধান বক্তা হিসেবে উপস্থিত ছিলেন কপিন স্টেট ইউনিভার্সিটির অধ্যাপক ড. জামাল উদ্দিন। যিনি সেন্টার ফর ন্যানোটেকনোলজির প্রতিষ্ঠাতা। তার ন্যানোটেকনোলজিতে শিক্ষাদান এবং গবেষণায় ব্যাপক অভিজ্ঞতা রয়েছে।

ড. জামাল উদ্দিন উইলসন এলকিন্স প্রফেসরশিপ (২০১৩-২০১৪) এবং ইনোভেটর অফ দ্য ইয়ার (ডেইলি রেকর্ড ২০১১ এবং ২০১৬) সহ বিভিন্ন পুরস্কার অর্জন করেছেন এবং তিনি ঘঝঋ সহ বিভিন্ন সংস্থা থেকে ৫.১ মিলিয়ন ডলারের গুরুত্বপূর্ণ অর্থায়ন পেয়েছেন, যা ন্যানোটেকনোলজি এবং জলবায়ু বিষয়ক গবেষণার কাজে ব্যবহৃত হয়েছে। তার গবেষণা কাজগুলির মধ্যে রয়েছে ন্যানোটেকনোলজি, গ্রাফিন এবং অন্যান্য বিষয়াবলী। সেমিনারে তিনি স্বাস্থ্য এবং পরিবেশে ন্যানোটেকনোলজির গুরুত্বপূর্ণ ভূমিকা সম্পর্কে বিস্তারিত আলোচনা করেন।

উক্ত অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন- নর্থ সাউথ ইউনিভার্সিটির উপাচার্য অধ্যাপক ড. আব্দুল হান্নান চৌধুরী। বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন অধ্যাপক ড. আব্দুর রব খান, কোষাধ্যক্ষ এবং প্রো-ভাইস চ্যান্সেলর (ভারপ্রাপ্ত)। এছাড়া উপস্থিত ছিলেন ড. দীপক কুমার মিত্র, ডিন, স্কুল অফ হেলথ অ্যান্ড লাইফ সায়েন্সেস, নর্থ সাউথ ইউনিভার্সিটি। 

সেমিনারটিতে একটি প্রশ্নোত্তর পর্ব অন্তর্ভুক্ত ছিল যেখানে শিক্ষার্থীরা প্রধান বক্তার সাথে ন্যানোটেকনোলজি সম্পর্কে সরাসরি প্রশ্ন করার সুযোগ পেয়েছিল। বিভাগের চেয়ারম্যান অধ্যাপক ড. মোহাম্মদ হোসেন শাহরিয়ার সবাইকে ধন্যবাদ জানিয়ে অনুষ্ঠানের সমাপ্তি ঘোষণা করেন।

এই সপ্তাহের জনপ্রিয়

বইমেলায় মিজানুর রহমান সোহেলের ‘বিক্রয় ম্যাজিক’

টেকভিশন২৪ ডেস্ক: ব্র্যান্ডিং ও মার্কেটিংয়ে অনন্য এক পথপ্রদর্শক বই...

শহীদ পরিবারের পাশে দাঁড়ালো স্মার্ট

টেকভিশন২৪ ডেস্ক: ১৫ ফেব্রুয়ারি ২০২৫ তারিখে লক্ষীপুরের রামগঞ্জ উপজেলার...

স্টারলিংক ও বাংলাদেশ ইন্টারনেট

ইকবাল আহমদ ফখরুল হাসান: বাংলাদেশে ইন্টারনেটের শুরুটা হয় স্যাটেলাইট...

সর্বশেষ

ডিসলাইক বাটনের পরীক্ষা চালাচ্ছে ইনস্টাগ্রাম

টেকভিশন২৪ ডেস্ক: ইনস্টাগ্রাম একটি নতুন ডিসলাইক বাটন পরীক্ষা করছে,...

অনলাইনে সারা বছর আয়কর রিটার্ন দাখিলের সুযোগ

টেকভিশন২৪ ডেস্ক: এখন থেকে অনলাইনে সারা বছর আয়কর রিটার্ন...

২০-৩০ হাজার টাকার মধ্যে সেরা কিছু এআই ফোন

টেকভিশন২৪ ডেস্ক: কৃত্তিম বুদ্ধিমত্তার (এআই) রূপান্তরমূলক যাত্রার শুরু হয়...

প্রাইম ব্যাংকের সাথে বিকাশের পেরোল চুক্তি

টেকভিশন২৪ ডেস্ক: শীর্ষস্থানীয় বেসরকারি বাণিজ্যিক ব্যাংক প্রাইম ব্যাংক পিএলসি-র...

এ সম্পর্কিত

spot_img

জনপ্রিয় ক্যাটাগরি

spot_img