নিজস্ব প্রতিবেদক : গ্রাহকের চাহিদা দেখে কমদামে আকর্ষণীয় ফিচারের কিছু নতুন 5G ডিভাইস লঞ্চ হয়েছে। গ্রাহকরা কম দামের ফোনে যেই সকল ফিচার আসা করেন তার সব কিছু পাওয়া যাবে এই নতুন স্মার্টফোন গুলোতে। ২৬ জানুয়ারি, ২০২৫ UMIDIGI আনুষ্ঠানিকভাবে তাদের যাত্রা শুরু করলো । UMIDIGI ৪ টি স্মার্টফোন নিয়ে এসেছে বেশ আকর্ষণীয় দামেই। ২০০০০ হাজার টাকার ভিতরের এই ফোনগুলোর দাম হওয়াতে গ্রাহক তার চাহিদা পূরণ করতে পারবে। স্মার্টফোনগুলো পাওয়া যাচ্ছে আকর্ষণীয় কালারে।
বাজারে তারা নিয়ে এসেছে চারটি মডেল যা হচ্ছে Umidigi G9-5G,Umidigi G9C, Umidigi G9T, Umidigi G9A । বিশেষভাবে UMIDIGI G9 5G, যার দাম ১৪,৯৯০ টাকা, এটি বাংলাদেশের ৫জি সমর্থিত স্মার্টফোনের মধ্যে সবচেয়ে সেরা ও অপ্রতিরোধ্য মূল্য অফার করছে। স্মার্টফোনটিতে রয়েছে ৫জি কানেক্টিভিটি, ১২GB RAM (৬GB ভার্চুয়াল RAM) + ১২৮GB স্টোরেজ, অ্যান্ড্রয়েড ১৪, ৭.৯ মিমি স্লিম ডিজাইন, ৫০০০mAh বড় ব্যাটারি, gAn ফাস্ট চার্জার এবং ৯০Hz ডিসপ্লে। আছে AI ক্যামেরা।
মিঃ ঝোউ, ম্যানেজিং ডিরেক্টর, বলেন: “আমরা এমন স্মার্টফোন নিয়ে এসেছি যা প্রত্যাশারও বাইরে। ঈদ-উল-ফিতরের আগেই আরও অনেক চমক থাকবে।”
মাসুকুর রহমান, সেলস অ্যান্ড অপারেশনস হেড, বলেন: “UMIDIGI উচ্চমানের এবং অসাধারণ স্পেসিফিকেশনের স্মার্টফোনগুলো স্মার্টফোন বাজারে এক নতুন বিপ্লব শুরু করবে। আমাদের হিরো প্রডাক্ট UMIDIGI G9 5G – বাজেট কিলার, সেরা দামে Best 5G Experience।”
লঞ্চিং ইভেন্টে দেশের শীর্ষ প্রযুক্তি ইউটিউবার এবং মিডিয়া উপস্থিত ছিল। UMIDIGI-এর আঞ্চলিক ও জেলা ডিস্ট্রিবিউশন পার্টনাররা দাম এবং স্পেসিফিকেশন দেখে খুবই মুগ্ধ হয়েছেন এবং শীঘ্রই এসব ডিভাইস বাংলাদেশের সব স্মার্টফোন রিটেইল আউটলেটে পাওয়া যাবে।