আসছে ওটিটি প্লাটফর্ম দোয়েল, থাকবে যুগোপযোগী ও আন্তর্জাতিক মানের কনটেন্ট

টেকভিশন২৪ ডেস্ক: শনিবার (৩০ নভেম্বর) সকালে ধানমন্ডির আলিয়ঁস ফ্রঁসেজে ‘লেটস টক’ শিরোনামে একটি সেমিনার অনুষ্ঠিত হয়।

সেমিনারটি থেকে জানা যায়, ২০২৫ সালে ৬ মে আনুষ্ঠানিকভাবে পথচলা শুরু করবে ওটিটি প্ল্যাটফর্ম ‘দোয়েল’। এ বিষয়টিকে নিয়েই আলোচনা করতে তরুণ নির্মাতাদের নিয়ে সেমিনারের আয়োজন করা হয়। সম্প্রতি অনলাইনে পথ চলা শুরু করেছে এনিগমা টেলিভিশন। অতঃপর তারাই দোয়েল নামে ওটিটি প্ল্যাটফর্ম আনতে চলেছে।

সেমিনারে জানা যায়, প্ল্যাটফর্মটি তরুণ চলচ্চিত্র নির্মাতাদের কাজের সুযোগ করে দেবে। বিশ্বের বাংলা-ভাষাভাষী দর্শকদের জন্য কনটেন্ট নির্মাণ করবে দোয়েল। প্লাটফর্মটি দাবি করেন, কেবল বিনোদন নয় এর পাশাপাশি তাদের কনটেন্ট থাকবে শিশুদের মানসিক বিকাশ নিয়ে। এছাড়া প্রফেশনালদের জন্যও ভিন্নধর্মী কনটেন্ট নির্মাণ করা হবে বলে জানিয়েছেন এনিগমা টিভির প্রধান নির্বাহী ফাহমিদুল ইসলাম শান্তনু।

এ বিষয়ে ফাহমিদুল ইসলাম শান্তনু বলেন, ‘অতিমাত্রায় বাণিজ্যের যাঁতাকলে বর্তমানের ওটিটিতে যাচ্ছেতাই কনটেন্ট দেখানো হচ্ছে। যার কারণে ওটিটি নিয়ে মানুষের মধ্যে নেতিবাচক ধারণা তৈরি হচ্ছে। তথ্যপ্রযুক্তির এই বিশ্বে মানসম্মত, যুগোপযোগী ও আন্তর্জাতিক মানের অনুষ্ঠান করার লক্ষ্যেই আমরা দোয়েল নামে ওটিটি নিয়ে আসছি।’

উত্তর দিন

আপনার মন্তব্য লিখুন দয়া করে!
এখানে আপনার নাম লিখুন